, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin admin

নীরবে চলে গেলেন দানবীর আল্লাহর বান্দা সুলায়মান বিন আবদুল আযীয

প্রকাশ: ২০২০-০৭-০২ ০০:৫৯:৪১ || আপডেট: ২০২০-০৭-০২ ১০:২৬:৩৬

Spread the love

পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক ব্যাঙ্ক “অাল রাজেহি” এর মালিক এবং একই সাথে পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান “রাজেহী বাগান” এর মালিক শেখ সুলায়মান বিন আবদুল আযীয গতকাল ৯৭ বছর বয়সে মৃত্যুবরন করেছেন!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎

শেখ সুলায়মান বিন অাব্দুল অাজিজ পৃথিবীর ১২০ তম ধনি মানুষ! এবং ফোর্বস ম্যাগাজিন এর মতে পৃথিবীর শ্রেষ্ঠ ২০ জন মানবিক সহায়তা প্রদানকারীর মধ্যে একজন!

অাল রাজেহি ব্যাঙ্ক এর ২০ শতাংশ অর্থ সৌদি আরবের দরিদ্র শিশুদের জন্য বরাদ্দকৃত!
এবং পৃথিবীর সবচেয়ে বড় খেজুরের বাগান অাল রাজেহি এর সমস্ত অর্থ ও খেজুর অাল্লাহর রাস্তায় ওয়াকফকৃত!

অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রয়ের জন্য নয়। এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়া হয়েছে। সে কারণে বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়াকফ সম্পত্তি’ হিসাবেও এই বাগানকে বিবেচনা করা হয়। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে এ বাগানটি যুক্ত হয়েছে।
পুরো রমজান মাসে মক্কা ও মদিনার সব রোজাদারদের খেজুর এই বাগান থেকেই সরবরাহ করা হয়!
একিসাথে পৃথিবীর বিভিন্ন দেশে এই বাগানের খেজুর অনুদান হিসেবে পাঠানো হয়!

শেখ সুলায়মান বিন আবদুল আযীয,
আপনি ছিলেন রাসুল সাঃ এর উৎকৃষ্ট আদর্শ! মুসলিম উম্মাহর জন্য সদা বিগলিত হৃদয়, চির নিবেদিত মানুষ!

নিঃস্বার্থ ভালোবাসা ও অহংকারহীন বিনয়ের এক আধার ছিলেন আপনি!
আপনার মহান কীর্তির জন্য দয়াময় আল্লাতাআলা আপনাকে পৃথিবীতে করেছেন সন্মানিত, ইনশাআল্লাহ আখেরাতেও আল্লাহতালা আপনাকে সন্মানিত করবেন!

হে দয়াময় আল্লাহ!
মুসলিম উম্মাহর চির দরদী ও নিঃস্বার্থ দানশীল এই মানুষটির ভুলভ্রান্তি ক্ষমে করা তাঁকে জান্নাতবাসী করুন! আমিন! ( সংগৃহীত ফেইসবুক থেকে)

Logo-orginal