, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

ওমানে ৮ আগস্ট থেকে চলাচলের উপর নতুন নিষেধাজ্ঞা

প্রকাশ: ২০২০-০৮-০৬ ১৩:৪৫:৪৬ || আপডেট: ২০২০-০৮-০৬ ১৩:৪৫:৪৮

Spread the love

ওমানে চলাচলের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সুপ্রিম কমিটি।

বুধবার সুপ্রিম কমিটির এক বৈঠকে জানানো হয়েছে যে, আগামী ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাত ৯ টা থেকে সকল ৫ টা পর্যন্ত সকল প্রকার দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যা আগে সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ছিলো।

সেইসাথে ওমানের ধোফার অঞ্চলের লকডাউনের সময়সীমা পুনরায় বাড়ানো হয়েছে।

আগামী ৮ আগস্ট থেকে দেশটির অন্যান্য অঞ্চলের লকডাউন তুলে নেওয়া হলেও সালালাহ অঞ্চলের লকডাউন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (৫-আগস্ট) ওমানে করোনা মোকাবেলায় সুপ্রিম কমিটি জানিয়েছে যে, আগামী ৮ আগস্ট থেকে ধোফার অঞ্চল বাদে অন্য সকল এলাকার লকডাউন তুলে নেওয়া হচ্ছে। একই সাথে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ কার্যক্রম বন্ধের সময় কয়েক ঘণ্টা কমিয়ে নিয়ে আসা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী আগামী ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত সকল প্রকার দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সুত্রঃ প্রবাস টাইম।

Logo-orginal