, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

করোনায় আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা

প্রকাশ: ২০২০-০৮-২৪ ১৭:০৫:৫৪ || আপডেট: ২০২০-০৮-২৪ ১৭:০৫:৫৬

Spread the love

করোনা মহামারির কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা।

তবে পিইসি, জেএসসি, জেডিসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

আজ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, কওমি মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো।

ওই দিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদরাসার একটি বোর্ড, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

Logo-orginal