, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

কোভিড-১৯” ৩১ দেশের পর কুয়েতে নিষিদ্ধ হল আফগানিস্তানও”

প্রকাশ: ২০২০-০৮-২৪ ০০:০৯:২৭ || আপডেট: ২০২০-০৮-২৪ ০০:০৯:২৯

Spread the love

কুয়েত সিটিঃ সিভিল এভিয়েশন এর মহাপরিচালক ঘোষণা করেছে যে, নিষিদ্ধ দেশগুলির সর্বশেষ তালিকায় আফগানিস্তান যুক্ত হয়েছে।

আফগানিস্তানসহ মোট ৩২ টি দেশকে কুয়েতে নিষিদ্ধ হল, ভারত – ইরান – চীন – ব্রাজিল – কলম্বিয়া – আর্মেনিয়া – বাংলাদেশ, ফিলিপাইন, সিরিয়া – স্পেন – সিঙ্গাপুর – বসনিয়া ও হার্জেগোভিনা – শ্রীলঙ্কা – নেপাল – ইরাক – মেক্সিকো – ইন্দোনেশিয়া – চিলি – পাকিস্তান – মিশর – লেবানন – হংকং – ইতালি – উত্তর ম্যাসেডোনিয়া – মোল্দাভিয়া – পানামা – পেরু – সার্বিয়া – মন্টিনিগ্রো – ডোমিনিকান প্রজাতন্ত্র – কসোভো এবং আফগানিস্তান।

এর আগে ডিজিসিএ আরও বলেছিল যে, স্বাস্থ্য কর্তৃপক্ষের আপডেটের ভিত্তিতে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের জন্য পিসিআর শংসাপত্রের বৈধতার মেয়াদটি ৭২ ঘন্টা থেকে ৯৬ ঘন্টা করা হয়েছে।
সুত্রঃ আরব টাইমস।

Logo-orginal