, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ভারত-পাকিস্তান সীমান্তে হেরোইন পাচারের সময় পাঁচজন নিহত

প্রকাশ: ২০২০-০৮-২২ ১৯:৫৩:১৪ || আপডেট: ২০২০-০৮-২২ ১৯:৫৩:১৫

Spread the love

পাক ভারত সীমান্ত সুরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ভারতের সুরক্ষা বাহিনী শনিবার পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে হেরোইন পাচারের চেষ্টা করছিল এমন পাঁচ জনকে হত্যা করেছে ।

মুখপাত্র কৃষ্ণ রাও জানিয়েছেন, শনিবার সকালে পাঞ্জাব রাজ্যের তারন তরান জেলার সীমানা বেড়ার কাছে গুলিচালনার সময় এই পাঁচজন নিহত হয়েছেন।

রাও এএফপিকে জানিয়েছেন, একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল, চারটি পিস্তল, ম্যাগাজিন এবং প্রায় দশ কেজি হেরোইন পাওয়া গেছে।

তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি ভারতীয় বাহিনী, অন্যদিকে পাকিস্তান এখনো কোন প্রতিক্রয়া জানায়নি ।

পশ্চিমা বাজারগুলিতে জব্দ হেরোইনের বাজার মূল্য প্রায় ১.৫ মিলিয়ন ডলার ।

আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে প্রবেশের জন্য পাঞ্জাব একটি প্রধান ট্রানজিট রুট।
পাকিস্তানের সাথে প্রায় ৩,৩৫০ কিলোমিটার সীমান্তের বেশিরভাগ অংশে ভারতের কড়া সুরক্ষা বেড়া রয়েছে।

Logo-orginal