, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

মেজর সিনহার আরেক সহকারী সিফাতকে জামিন দিয়েছে আদালত

প্রকাশ: ২০২০-০৮-১০ ১১:৪৮:০২ || আপডেট: ২০২০-০৮-১০ ১১:৪৮:০৪

Spread the love

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খানের আরেক সহকারী সাহেদুল ইসলাম সিফাতকে জামিন দিয়েছে আদালত। গতকাল রোববার তার জামিন আবেদনের শুনানি হয়।

এ ঘটনায় পুলিশের করা দুটি মামলার তদন্তভার র‍্যাবের হাতে দেয়া হয়েছে।
একই ঘটনায় দুটি মামলা দায়ের হওয়ায় জটিলতা ছিল। মামলার আলামত র‍্যাবের কাছে দেয়া হবে। এতে পুরো মামলা চালিয়ে নেয়া সহজ হবে এমন মর্মে এই রায় দিয়েছে আদালত।

সিফাতকে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন বলে আদালতকে জানানো হয়।

এর আগে গ্রেফতার হওয়া দুই শিক্ষার্থীর একজন শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করে আদালত।

গত ৩১ জুলাই রাতে ওই ঘটনার পর পুলিশের করা মামলায় গ্রেফতার করা হয় বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ।

নিহত সিনহা মো: রাশেদ খানের সাথে কক্সবাজারে ডকুমেন্টারি তৈরির কাজ করছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত এবং তাহসিন রিফাত নূর।

এদের মধ্যে তাহসিন রিফাত নূরকে তাদের অভিভাবকের কাছে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দুটি মামলা এবং শিপ্রা দেবনাথের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

এই দুই শিক্ষার্থীর দ্রুত মুক্তি দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সূত্র: বিবিসি বাংলা।

Logo-orginal