, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় শিক্ষা উন্নয়ন পরিষদের আত্নপ্রকাশ

প্রকাশ: ২০২০-০৮-০৩ ১৯:৩২:৪১ || আপডেট: ২০২০-০৮-০৩ ১৯:৪২:৩৪

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়াঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,শিক্ষার হার বৃদ্ধিকরণ,উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া, ঝরে পড়া রোধ, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় সাধন,বাল্য বিবাহ রোধ,নারীর ক্ষমতায়ন,বয়স্ক শিক্ষা,উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি সহ স্থানীয় পর্যায়ে শিক্ষার নানাবিধ বিকাশ উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখার প্রয়াসে চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ীস্থ অরাজনৈতিক শিক্ষামূলক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন “শিক্ষা উন্নয়ন পরিষদ” আত্মপ্রকাশ করেছে।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ীস্থ ফোরকানিয়া মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আব্দুল কাদের মাষ্টারের সভাপতিত্বে ও অধ্যাপক আহমদ শাহ আলমগীরের সঞ্চালনায় সকলের উপস্থিতি ও সম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট অাহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটিতে আহবায়ক মোহাম্মদ আব্দুল কাদের মাষ্টার,যুগ্ম আহবায়ক ইন্তেকাফ আলম আদিল,সদস্য সচিব অধ্যাপক আহমদ শাহ আলমগীর,অর্থ সম্পাদক এম এ কাইয়ুম,প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ জামাল,মোহাম্মদ নাজিম উদ্দিন মাষ্টার,নুরুল ইসলাম,নাজমুল হাসান রনি,মোহাম্মদ ইসতিয়াক হোসেন জিসান,তৌসিফ নূর ঈশান,জাফর সাদেক রাফি।

সভাশেষে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে শহীদ পরিবারের সদস্যবর্গ সহ সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

Logo-orginal