, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

বাহরাইনে ইসরাইলি বিমানের ১ম অবতরণ

প্রকাশ: ২০২০-০৯-২৩ ১৯:৩৮:৫১ || আপডেট: ২০২০-০৯-২৩ ১৯:৩৮:৫৪

Spread the love

ইস্রায়েল ও বাহরাইনের মধ্যে প্রথম বাণিজ্যিক বিমান অবতরণ করেছে, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি চুক্তি সই করার এক সপ্তাহ পরে বুধবার দ্বীপ রাজ্যে বাহারাইনে অবতরণ করে ইসরাইলি বিমান।

ফ্লাইটের তথ্যে দেখা গেছে যে, ইসরা এয়ারলাইন্সের এয়ারবাস এ ৩২০ বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে, তেল আভিভের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।

বিমানটি প্রায় তিন ঘন্টা উড়ার পর বাহরাইনে অবতরণ করেছে।

ইস্রায়েলি ও বাহরাইনি সরকার তাত্ক্ষণিক কঔন মন্তব্য করেনি, বাহরাইন সরকার বিমানটিকে কোন অভিবাদন জানাইনি ।

যদিও মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সাথে টেলিফোনে কথা বলেছেন।

সে বিষয়ে ইস্রায়েলের বিদেশ মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকার করেছে।

বাহরাইনের রাষ্ট্র পরিচালিত মিডিয়া তাত্ক্ষণিকভাবে বিমানটির অবতরণের কথা স্বীকার করেনি ।

মানামায় মার্কিন দূতাবাস একইভাবে মন্তব্যের অনুরোধে কোন জবাব দেয়নি।

আগস্টের শেষে ইজরায়েল থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার প্রথম ফ্লাইটের বিপরীতে এই ফ্লাইটটি বিনা অনুষ্ঠান ছাড়াই বাহরাইন অবতরন করে ।

আমিরাতে বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলি কর্মকর্তাদের বহন করেছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ মিডিয়ার লোকজনও ছিল।

এইদিকে ইস্রায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপের সমালোচনা করে সুশীল সমাজ মন্তব্য করে বলেছে, ফিলিস্তিনিরা তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রাপ্তির পরেই স্বীকৃতি পাওয়া উচিত ছিল । সুত্র: আরব নিউজ ।

Logo-orginal