, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আর নেই”

প্রকাশ: ২০২০-১০-২৪ ১২:৫৯:৩৯ || আপডেট: ২০২০-১০-২৪ ১২:৫৯:৪১

Spread the love

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না  ইলাইহি রাজিউন)।

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মারা যান এ প্রবীণ আইনজীবী। আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন, এতদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মংগলবার রাত থেকে অবস্থা খারাপের দিকে যায়। অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন। পরে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল।

Logo-orginal