, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় রাঙ্গুনিয়ার বেতাগীতে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশ: ২০২০-১০-২২ ১৬:৩৮:০৬ || আপডেট: ২০২০-১০-২২ ১৬:৩৮:০৮

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুস্থতা কামনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদ, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বেতাগী ইউনিয়ন পরিষদে আয়োজিত দোয়া মাহফিলে খতমে কোরআন, দাওয়াতে শেফা, মিলাদ-ক্বিয়ামসহ ধর্মীয় বিশেষ দাওয়াত পড়ানো হয়। এসময় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আবুল কদর মাস্টার। প্রধান অতিথির বক্তব্য দেন বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কুতুবুল আলম। ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সৈয়দের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার তালুকদার, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, জানে আলম প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন মসজিদের খতিব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের কয়েক শতাধিক বয়োজ্যেষ্ঠ জনসাধারণ দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। শেষে মোনাজাতের মাধ্যমে তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন মাওলানা আবুল কালাম।
সভায় বক্তারা বলেন, পরাধীন রাঙ্গুনিয়া ড. হাছান মাহমুদের হাত ধরে স্বাধীনতার সুফল ভোগ করতে শুরু করেছে। উনার মাধ্যমে পিছিয়ে পড়া রাঙ্গুনিয়া উন্নয়ন অগ্রযাত্রায় দেশের একটি মডেল উপজেলায় পরিণত হয়েছে। তার অসুস্থতার খবরে রাঙ্গুনিয়াসহ সারাদেশ জুড়ে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, হিন্দু মন্দির, বৌদ্ধ বিহারে সুস্থতা কামনায় সাধারণ মানুষ যেভাবে অংশ নিয়ে দোয়া ও প্রার্থনা করছে তা অনন্য এক নজির স্থাপন করেছে। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করতে গিয়েই তিনি আজ করোনা আক্রান্ত হয়েছেন। মানুষের এই সেবক যেন অচিরেই রোগমুক্ত হয়ে সাধারণ মানুষের কল্যাণে আবারও কাজ করতে পারেন, সেই কামনা করেন নেতৃবৃন্দ।

Logo-orginal