, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি শাখার সহায়তা প্রবাসীর লাশ দেশে প্রেরণ

প্রকাশ: ২০২০-১০-৩০ ০৭:৪৭:০৪ || আপডেট: ২০২০-১০-৩০ ০৮:১১:৪৬

Spread the love

সিফাত নুর, নিজস্ব প্রতিবেদকঃ চাদপুর জেলার কচুয়া উপজেলার সৌদি প্রবাসী মরহুম মোহাম্মদ আমীর গত ২১ তারিখে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে রিয়াদে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিবারের অবস্থা অত্যন্ত সূচনীয় হওয়ায় তার লাশ দেশে নেওয়া নিয়ে পরিবারের মনে সঙ্কার সৃষ্টি হয়।

বিষয়টি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি শাখার নজরে আসলে, মরহুম মোহাম্মদ আমীর আলীর লাশ বাংলাদেশে প্রেরণ বাবদ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার পক্ষ থেকে গত ২৫ তারিখে অার্থিক সহায়তা করা হয়।

উক্ত মৃত্যু ব্যক্তির লাশ আগামীকাল ৩০ অক্টোবর সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌছাবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি শাখার অক্লান্ত পরিশ্রমে মরহুম মোহাম্মদ আমীর এর লাশ দেশে পাঠানো সম্ভব হয়।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি শাখা মরহুম মোহাম্মদ আমীর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবঙ মরহুম এর রুহের মাগফেরাত কামনা করেন।

Logo-orginal