, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

লাখো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন গোলাম সারোয়ার সাঈদী

প্রকাশ: ২০২০-১১-২১ ১৮:৫৯:১৩ || আপডেট: ২০২০-১১-২১ ১৯:০২:১৩

Spread the love

আরটিএম ডেস্ক রিপোর্ট: লাখো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, ব্রাহ্মণবাড়িয়া কসবার আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (৫২) ।

শনিবার বাদ আসর আড়াইবাড়ি আলিয়া মাদরাসা সংলগ্ন মাঠে লাখো মানুষের অংশগ্রহণে মরহুম শাঈখ সারোয়ার সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী।

উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা গোলাম সারওয়ার সাঈদীর জানাযায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে মুসল্লীরা আসতে শনিবার সকাল থেকে।

অসাধারণ প্রতিভার অধিকারী জনপ্রিয় এই দায়ীর মৃত্যুতে অনেক মুসল্লীকে কাদতে দেখা গেছে জানাযার মাঠে ।

সোশ্যাল মিডিয়ায় মরহুমের প্রতিটি বক্তিতা অত্যন্ত জনপ্রিয় ও ভাইরাল, অল্প দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেন আল্লামা গোলাম সারওয়ার সাঈদী ।

৫২ বছর বয়সী গোলাম সারোয়ার শনিবার ভোরে ইন্তেকাল করেন। তার জানাজায় অংশ নিতে দুপুর থেকেই জানাজা মাঠে মানুষজন আসতে শুরু করেন। মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাঠের আশপাশ এলাকায় অবস্থান করে জানাজায় অংশ নেন।

Logo-orginal