, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

এবার মৌলভীদের ওয়াজ নিয়ে যা বললেন জবি ভিসি

প্রকাশ: ২০২০-১১-০৩ ১৩:২৫:১৫ || আপডেট: ২০২০-১১-০৩ ১৩:২৫:১৭

Spread the love

বর্তমানে মৌলভীদের ওয়াজগুলো বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম বলে মন্তব্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, এখন যে ওয়াজগুলো হচ্ছে তা ‘ওয়ান কাইন্ড অফ কনসার্ট’।

তিনি বলেন, “কনসার্ট হয় না? লাইভ, এলইডি টিভি এবং মোবাইল, ইউটিউব। এতে হুজুররা সব গান গেয়ে ফেলতেছে। পল্লীগীতি এবং ভাওয়াইয়া থেকে আরম্ভ করে সিনেমার গান হুজুররা গাইতেছে, নাচতেছে, জিকির করতেছে এবং তালে তালে নাচে। বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ওয়াজ। আপনার যখন খুব খারাপ লাগবে তখন ওয়াজ শুনবেন। দেখবেন মজা লাগবে।”

সোমবার (২ নভেম্বর) জবির ডিবেটিং সোসাইটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে এটি অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, আমরা যখন গ্রামে ওয়াজ শুনতাম তখন আমাদের মন নরম হতো। কিন্তু এখনকার সময়ের মৌলভীরা মানুষকে বিনোদন দেয়। এগুলা অন কাইন্ড অফ কনসার্ট।
#সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

Logo-orginal