, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

অবৈধ প্রবাসীদের জন্য একামা সংশোধন এবং কুয়েত ত্যাগে সময় বাড়ানো হয়েছে’

প্রকাশ: ২০২১-০১-২২ ১৬:৫৩:০৯ || আপডেট: ২০২১-০১-২২ ১৬:৫৩:১১

Spread the love

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালশ অবৈধভাবে বসবাসকারী সকল বিদেশী নাগরিকের অবস্থান পরিবর্তন বা একামা সংশোধন করতে এবং দেশ ত্যাগের সময় ফের বাড়িয়েছে।

জানুয়ারীতে শেষ হওয়ার কথা থাকলে নতুন সময় সীমা অনুসারে শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারী।

আল সিয়াসার বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশেও চলে যেতে পারবে অবৈধ প্রবাসীরা, তবে জরিমানা দিতে হবে কিনা তাহা জানা যাবে পরের সপ্তাহে।

সুরক্ষা ও’করোনার মহামারী দ্বারা সৃষ্ট ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় বাড়িয়েছে কতৃপক্ষ।

বিশেষত বিমানবন্দরগুলি বন্ধ থাকা এবং সরাসরি বিমানের অভাব ও ট্রানজিটের টিকিটের উচ্চমূল্যে হওয়ায় অনেক যেতে পারছেন না।

Logo-orginal