, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

তুর্কীতে ফজরের নামাজে কিশোরদের আগমনে মসজিদ ভরপুর’

প্রকাশ: ২০২১-০১-০৬ ১১:০৩:০৪ || আপডেট: ২০২১-০১-০৬ ১১:০৩:০৬

Spread the love

তুর্কীর ভবিষ্যত খুবই উজ্জ্বল, ফজরের নামাজে হাজির হয় ঝাঁকে ঝাঁকে কিশোর এমনটি জানিয়েছেন তুর্কীর বেশকটি মিডিয়া।

তুরস্কের প্রতিটি মসজিদে ফজরের নামাজে হাজির হয় ঝাঁকে ঝাঁকে তরুন কিশোররা, তাই ধরেই নেওয়া যায় তুর্কীর ভবিষ্যত খুবই উজ্জ্বল, বিশ্ব আজ স্বপ্ন দেখে একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মত একজন বীর পুরুষ,

যা আজ কিছুটা হলেও দেখা যায় সুলতান রিসেপ তাইয়্যেব এরদোগানের মাঝে, এরদোগান হাত ধরেই মুসলিম বিশ্ব ইহুদিদের শাসন ব্যবস্থা থেকে স্বাধীন ভাবে মুক্ত আকাশে কালেমার পাতাকা উড়িয়ে উল্লাসে মেতে উঠতে এই আশা আখাংকা মুসলামদের হৃদয়ে বারবার কড়া নেড়ে যায়,।

#সংগ্রহে হাফেজ মোঃ বেল্লাল হোসাইন, সাংবাদিক ও কলামিস্ট. দৈনিক বার্তা।

Logo-orginal