, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

নির্বাচন আ.লীগের সঙ্গে নয়, হয়েছে পুলিশের সঙ্গে: শাহাদাত

প্রকাশ: ২০২১-০১-২৭ ১৭:২৬:৪৫ || আপডেট: ২০২১-০১-২৭ ১৭:২৬:৪৭

Spread the love

চট্টগ্রাম: ‘নির্বাচনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভোট আওয়ামী লীগের সঙ্গে নয়, পুলিশ প্রশাসনের সঙ্গে হয়েছে। ’

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

তিনি অভিযোগ করেন, পুলিশের উৎসাহী কর্মকর্তারা কীভাবে নির্বাচন করে আওয়ামী লীগকে জিতিয়ে দেবে এ চিন্তাই যেন তাদের মধ্যে কাজ করেছে। আমাদের এজেন্টদের যখন বের করে দিচ্ছিল তখন পুলিশ প্রশাসনের লোকজন কোনো কথাই বলেনি। তারা বলেছে আমরা কিছুই করতে পারব না।

এ সময় তিনি বলেন, আমি শেষ পর্যন্ত আছি। কীভাবে তারা ভোট ডাকাতি করেছে তা সারা বিশ্বকে দেখাতে চাই আমরা।

যদি ভোটের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর থাকত তাহলে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলে জানান তিনি।

এর আগে সকালে বিএনপির মেয়র প্রার্থী নগরের পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। #বাংলানিউজ।

Logo-orginal