, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

যুদ্ধবিদ্ধস্ত সিরীয়দের জন্য ১৪ হাজার বাড়ি তৈরি করেছে তুরস্ক

প্রকাশ: ২০২১-০১-১৬ ০০:২৪:৫৭ || আপডেট: ২০২১-০১-১৬ ০০:২৪:৫৯

Spread the love

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের কারণে দুর্দশাগ্রস্ত সিরীয় নাগরিকদের জন্য ২০২০ সালে মোট ১৪ হাজার বাড়ি তৈরি করেছে তুরস্কের এক ত্রাণ সংস্থা।

ইস্তাম্বুলভিত্তিক ত্রাণ সংস্থা হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) মিডিয়া ম্যানেজার সেলিম তসুন আনাদোলু এজেন্সির কাছে বৃহস্পতিবার এক সাক্ষাতকারে এ কথা জানান।

ইতোমধ্যে এই নির্মিত বাড়িগুলো বসবাসের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরো ছয় হাজার বাড়ি তৈরি হচ্ছে বলে জানান সেলিম তসুন।

তিনি বলেন, ‘ভিন্ন ভিন্ন ৩৯টি এলাকায় হাজারো পরিবারের বসবাসের জন্য এই বাড়ি তৈরি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা দুইটি বিশ্ববিদ্যালয়, ৪০টি স্কুল, ছয়টি কিন্ডারগার্ডেন, একটি ধাত্রী বিদ্যালয় ও একটি আশ্রয় কেন্দ্র খুলেছি। এই সকল স্কুলে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।’ সূত্র : আনাদোলু

Logo-orginal