, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Mohammad Juniad Mohammad Juniad

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মরিশাস শাখার মাতৃভাষা দিবস পালন

প্রকাশ: ২০২১-০২-২৩ ০০:৩৪:৪৬ || আপডেট: ২০২১-০২-২৩ ০০:৩৪:৪৮

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ-
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মরিশাস শাখার উদ্দ্যগে আজ, মরিশাসের পোর্টলুইসে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের আয়োজন করা হয়,,উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন জনাব মোঃ সোহেল আমিন,সভাপতি,বাঃপঃঅঃপরিষদ,মরিশাস,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কবির হোসেন,সভাপতি,বাঃপ্রঃঅঃপঃ,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপ্লব কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক, বাঃপ্রঃঅঃপঃ, কেন্দ্রীয় নির্বাহি পরিষদ,জনাব মোঃ লতিফউদ্দিন শেখ, সহঅর্থসম্পাদক,বাপ্রঃঅঃপঃ,কেন্দ্রীয় নির্বাহী কমিটি,জনাব দীপুমন্ডল,সদস্য,বাঃপ্রঃঅঃপঃ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি,,এছাড়া ও উক্ত প্রোগ্রামে আর উপস্থিত ছিলেন, মরিশাস শাখার, সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই আলোচনা সভায় বক্তারা, মরিশাসে অবস্থানরত বাংলাদেশ এ্যাম্বাসীর নিকট কিছু প্রস্তাবনা তুলে ধরেন,তার মধ্যে অন্যতম ছিলো মরিশাসে বাংলাভাষার প্রসারতা বৃদ্ধিতে উদ্দ্যগ গ্রহণ করা,মরিশাসের প্রবাসীদের সমসাময়িক সমস্যাবলী নিয়ে আরো জোরাল ভুমিকা পালন করার ও তাগিদ দেয়া হয়,,পরিশেষে মরিশাসে প্রবাসী অধিকার পরিষদ আরো জোরালোভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকের এই মহতী অনুষঠানের পরিসম্পাপ্তি ঘোষনা করেন মরিশাস শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ সোহেল আমিন,,আমি মরিশাস শাখার প্রত্যক নেতাকর্মীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রামটি অত্যান্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এটা বিশ্বাস করে যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হলে সকল প্রকার ন্যায্য অধিকার আদায় করা সময়ের ব্যাপার মাত্র,,,,,,এসো এক হই।অধিকারের কথা কই।

Logo-orginal