, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে কারফিউ বিলুপ্তির দাবিতে আইনজীবীর আবদেন’ রায় বুধবার’

প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৭:৩৫:৫২ || আপডেট: ২০২১-০৩-০৮ ১৭:৪১:১২

Spread the love

কুয়েত গতকাল থেকে চলমান আংশিক নিষেধাজ্ঞার বিলুপ্তির দাবিতে আইনজীবী অ্যাডেল আবদেল হাদির দায়ের করা মা্মলার আবেদন গ্রহণ করেছে আদালত ।

জনস্বার্থে করা আবেদনটি বিবেচনা করার জন্য প্রশাসনিক বিভাগ আগামী বুধবার সকাল ১১ টায় অধিবেশন নির্ধারণ করেছে। রিপোর্ট আল আনবার ।

আবেদনকারী কুয়েতি নাগরিক মামলা জরুরীভাবে নিষ্পত্তি চেয়ে বলেছে যে, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়েছে।

অভিযোগকারী, আইনজীবী অ্যাডেল আবদেল-হাদি আরবী দৈনিক আল-আনবাকে বলেছেন: আইন ও সংবিধানের বিধান লঙ্ঘন করে সরকারী ও বেসরকারী খাতে কর্মরত ২৬ শ্রেণির পেশাদারদের কারফিউ সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বাদ দেওয়ার বিষয়ে তাঁর আবেদনে আপত্তি জানানো হয়েছে ।

এর আগে গত ৪ মার্চ দেশটির মন্ত্রী পরিষদ বৈঠকে করোনা মহামারী রোধে রবিবার ৭ মার্চ থেকে বিকাল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারীর সিদ্ধান্ত নেয়, যাহা গতকাল বিকাল থেকে শুরু হয়েছে ।

Logo-orginal