, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’

প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৩:৫৬:৩৮ || আপডেট: ২০২১-০৩-০৮ ১৩:৫৬:৩৯

Spread the love

ইসমাঈল হোসেন,রাঙ্গুনিয়া: ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন উপজেলা মুক্তমঞ্চে রোববার (৭ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন প্রমুখ।

এরআগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান প্রমুখ। এছাড়া উপজেলা অডিটোরিয়ামে চিত্রাংকন, আবৃত্তি, সংগীত, নৃত্য ও ৭ই মার্চের ভাষনের উপর প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাতুল বৈদ্যের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আইয়ুব মাহমুদের পরিচালনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা পরিবেশিত হয়।

Logo-orginal