, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

সরকারকে সময় দিতে এমপিদের প্রতি আহবান কুয়েত আমিরের

প্রকাশ: ২০২১-০৩-২৯ ২১:০৮:৪১ || আপডেট: ২০২১-০৩-২৯ ২১:৪২:৪৯

Spread the love

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদের নেতৃত্বাধীন সরকারকে সময় দিতে জাতীয় পরিষদের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন কুয়েতের মহামান্য আমীর শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ ।

আজ সোমবার (২৯ মার্চ) সাংসদগণ আমীরের সাথে সাক্ষাৎ করতে গেলে, মহামান্য আমীর এই আহবান জানান ।

গত ডিসেম্বরে সম্পন্ন হওয়া জাতীয় পরিষদের নির্বাচনের পর থেকে টানপোড়ন চলছিল সরকারের সাথে সংসদ সদস্যদের, ফেব্রুয়ারী মাসে ১ মাসের জন্য সংসদ স্থগিত করে দেশটির আমীর শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ ।

আজ কয়েকজন সাংসদ আমিরের সাথে সাক্ষাতের পরে তাদের আনুগত্য’র কথা ঘোষণা করেছেন ।

সাংসদ মোবারক আল-খিজমেহ বলেছিলেন, “আমি মহামান্য আমিরের সাথে দেখা করে সম্মানিত হয়েছি,এবং তাঁর নির্দেশনা এবং উপদেশ শুনেছি যা আমার উপর প্রভাব ফেলেছে, এবং তাহা আমার পক্ষে শোনা ও মান্য নৈতিক দায়িত্ব ।

এরপর এমপি ডাঃ হামাউদ আল-আজমী বলেন, “আমি তাঁর মহিমা আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহের সাথে সাক্ষাত করে সম্মানিত হয়েছি, (আল্লাহ তাকে সুস্থ রাখুন) মহামান্য আমিরের কথা শোনা ও মানা আমার কর্তব্য, আমি তার প্রতি আনুগত্য প্রকাশ করেছি ।

Logo-orginal