, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

কুয়েতে ১ বছর পর স্পন্সর বদল করা যাবে’

প্রকাশ: ২০২১-০৪-০৮ ১৭:৩৩:৩৫ || আপডেট: ২০২১-০৪-০৮ ১৭:৩৩:৩৭

Spread the love

কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডঃ আবদুল্লাহ আল-সালমান তিন বছরের পরিবর্তে ওয়ার্ক পারমিট প্রদানের এক বছর নির্ধারন করে একটি ডিক্রি জারি করেছেন ।

আরবী দৈনিক আল কাবাসে প্রকাশিত সংবাদে জানা যায়, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের মধ্যে জনশক্তি স্থানান্তর ও এসব প্রতিষ্ঠানে চলমান করোনা মহামারী সংকটের কারণে মন্ত্রী এই সিদ্ধান্ত দিয়েছে ।

ছোট এবং মাঝারি উদ্যোক্তা মালিকদের কাজের নিয়ন্ত্রণ সম্পর্কিত ৯/২০১৬ রেজোলিউশনের নীতিমালায় একই শর্তাদি ও নিয়ন্ত্রণগুলি স্থির করেছিল।

মন্ত্রী ডাঃ আল-সালমান সিওভিড -১৯ সংকট মোকাবিলার জন্য রাষ্ট্রের সতর্কতামূলক ব্যবস্থা এবং শ্রমবাজারে এর প্রভাব পর্যালোচনা করার পরে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

জনশক্তির জন্য পাবলিক অথরিটির মহাপরিচালক আহমেদ আল-মুসা এই সিদ্ধান্তটি গ্রহণের জন্য জনগণের স্বার্থে ডঃ আল-সালমানের এই প্রস্তাবটি উপস্থাপনা করেছিলেন।

এই আইনে লাভবান হবে ১৮ (আহালি ভিসার জনবল), ১৮ নাম্বার (আকদ হুকুম) ভিসার প্রবাসীরা এই আইনে সুবিধা গ্রহণ করিতে পারিবে না ।

Logo-orginal