, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

কুয়েতে শুধু মাত্র পুরুষরা তারাবীহ’র জন্য মসজিদে যেতে পারবে’

প্রকাশ: ২০২১-০৪-১০ ২১:১৩:২৪ || আপডেট: ২০২১-০৪-১০ ২২:০৯:০৮

Spread the love

কুয়েতে শুধু মাত্র পুরুষরা তারাবীহ নামাজের জামায়াতে অংশ গ্রহণের জন্য মসজিদে যেতে পারবে’ আজ শনিবার বিকেলে আওকাফ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে ।

গতকাল মন্ত্রণালয়ের উপ-সচিব এম ফরিদ ইমাদির, মসজিদ খাতের সহকারী উপ-সচিব মুহাম্মদ আল-আলিম এবং সকলের উপস্থিতিতে গতকাল তাঁর কার্যালয়ে এনডোমেন্টস এবং ইসলামিক বিষয়ক মন্ত্রী ইসা আল-কান্দারী একটি সভা করেন।

সভায় মসজিদ সেক্টরের পরিচালকরা রমজান মাসের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে মন্ত্রী আল-কান্ডারী ইমামগণ ও মুয়াজ্জিনদের এই পবিত্র মাসে মসজিদগুলির যত্ন নেওয়ার ক্ষেত্রে নজরদারি এবং আধ্যাত্মিক পরিবেশ রক্ষার ওপর জোর দেন এবং রমজান মাসে মহিলাদের মসজিদে নামাজ আদায়ে অনুমোদন নাই, শুধুমাত্র পুরুষরা নামাজ আদায় করবে ।

কমিটির বৈঠকে মসজিদে শারীরিক দূরত্ব অর্জন, মুখোশ পরা এবং মস্ললা সাথে করে নিয়ে আসতে হবে নামাজীদের এবং মসজিদগুলিতে স্বাস্থ্যের প্রয়োজনীয়তা মেনে চলার নির্দেশ দেয় ।

তারা উল্লেখ করেন যে, কোন মসজিদ এই প্রয়োজনীয়তাগুলি মেনে না চললে, সেটি বন্দগ করে দেওয়া হবে ।

Logo-orginal