, সোমবার, ৬ মে ২০২৪

Mohammad Juniad Mohammad Juniad

কাতারে লোহার পাইপ মাথায় পড়ে বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

প্রকাশ: ২০২১-০৫-২৭ ২৩:৩২:৪২ || আপডেট: ২০২১-০৫-২৭ ২৩:৩২:৪৩

Spread the love

মোহাম্মাদ জোনাইদ,কাতার প্রতিনিধিঃ-

কাতারে নির্মাণাধীন ভবনের উপর থেকে লোহার পাইপ মাথায় পড়ে আরিফুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আরও একজন আহত হয়ে স্থানীয় হামাদ হসপিটালে চিকিৎসাধীন আছে।

কাতারের আল সীফ লুসাইল প্রোজেক্ট বুধবার ( ২৬ মে) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অন্যান্য দিনের মতো আরিফুল ইসলাম প্রজেক্টের নির্মাণাধীন প্রজেক্টে কাজ করছিলেন। এসময় হঠাৎ একটি লোহার পাইপ তার মাথায় এসে পড়লে গুরুতর আহত হন তিনি। অজ্ঞান অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত আরিফুল ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার এলাকার নুর আলমের সন্তান।

আরিফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশে তার পরিবারের মাঝে ও প্রবাসে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার মরদেহ দ্রুত দেশে প্রেরণ ও উপযুক্ত ক্ষতিপূরণ পেতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।

Logo-orginal