, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

কুড়িল ফ্লাইওভারে মিলল দুবাই প্রবাসী সুভাষের লাশ’

প্রকাশ: ২০২১-০৫-০৬ ১৪:০৭:১০ || আপডেট: ২০২১-০৫-০৬ ১৪:০৭:১২

Spread the love

রাজধানীর খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভারে দুবাই ফেরত সুভাষ চন্দ্র সূত্রধর (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় ছিলো। গেলো বছর বিয়ে করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার কুড়িল ফ্লাইওভারে ভোর সাড়ে ৫ টার দিকে গলায় গামছা পেঁচানো রক্তান্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান নিশ্চিত করে জানান, আমরা আজ ভোরে খবর পেয়ে খিলক্ষেত ওভার ব্রিজে গলায় গামছা পেছানো রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে আছে। আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই, গিয়ে দেখি গামছা পেঁচানো অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে এক যুবক। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা তার কাছে থেকে একটি পাসপোর্ট পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করি জানতে পারি সে দুবাই থাকতো। গত বছরের ১৩ই নভেম্বর সে বাংলাদেশে আসে। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নিহতের ভায়রা কৃষ্ণ বাবু জানান, প্রায় পাঁচ বছর সে দুবাইতে থাকতেন। গত বছরের ১৩ই নভেম্বরে ছুটিতে বাংলাদেশ আসেন। ওই বছরেই তিনি বিয়ে করেন তিনি। তার ছুটি শেষ হওয়ায়, গতকাল রাতে সে বগুড়ার শিবগঞ্জ থেকে মাইক্রো বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পরে আমার শাশুড়ি তাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করে। আমি রাত চারটার সময় এয়ারপোর্ট ও খিলক্ষেতে তাকে খুঁজতে যাই। পরে একটি নম্বর থেকে খিলক্ষেত থানার পুলিশ আমাকে ফোন করে কুড়িল ফ্লাইওভারে আসতে বলে। আমি ভোর পাঁচটার দিকে দ্রুত ছুটে যাই গিয়ে রক্তাক্ত অবস্থায় গলায় গামছা পেঁচানো আমার ভায়রাকে মৃত অবস্থায় দেখতে পাই। তার কাছে নগদ ৬০ হাজার টাকাও ছিল বলেও জানান তিনি।

তিনি আরো জানান, নিহতের আরো তিন ভাই দুবাইতে থাকে। নিহতের, গ্রামের বাড়ী বগুড়া জেলার, শিবগঞ্জ থানার, বড় নারায়নপুর গ্রামের মৃত সুবীর চন্দ্র সূত্রধরের সন্তান। পাঁচ ভাই তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
সুত্রঃ মানবজমিন।

Logo-orginal