, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

গাজা পুনর্গঠনে ৫০০ মিলিয়ন ডলার দেবে কাতারের আমির শেখ তামিম’

প্রকাশ: ২০২১-০৫-২৭ ১৫:৪৮:২৯ || আপডেট: ২০২১-০৫-২৭ ১৫:৪৮:৩১

Spread the love

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য $ 500 মিলিয়ন ডলার আর্থিক অনুদানের নির্দেশ দিয়েছেন ।

বুধবার এক রাষ্ট্রীয় নির্দেশনায় এই আদেশ দেন কাতারের আমির ।

কাতার নিউজ এজেন্সি জানিয়েছে যে, এই অনুদান ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাম্প্রতিক দখলদার ইসরাইলি হামলার ফলে গাজার অসহায় সাধারণ মানুষের বাড়িঘর তৈরিতে ব্যয় করা হবে ।

সংস্থাটি বলেছে যে, এই অনুদান ইহুদি আক্রমণের ফলে ধ্বংস হওয়া বাড়িগুলি ছাড়াও বিশেষত স্বাস্থ্য, শিক্ষা এবং বিদ্যুতের ক্ষেত্রগুলিতে পরিষেবা সুবিধাগুলি পুনর্নির্মাণে অবদান রাখতে পারে।

তিনি আরও যোগ করেছেন যে, কাতারি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন এবং আরব ও ধর্মের বন্ধনের ভিত্তিতে ফিলিস্তিনের ভাইদের জন্য কাতার নিরন্তর সহায়তার কাঠামোর মধ্যে এই অনুদান বরাদ্দ দিয়েছে ।

Logo-orginal