, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

মঠবাড়িয়ায় দুটি চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

প্রকাশ: ২০২১-০৫-২৭ ১৯:৪৪:২৭ || আপডেট: ২০২১-০৫-২৭ ১৯:৪৪:২৮

Spread the love

মীর তারেক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমায় জোয়ারের পানি থেকে লোকালয়ে আসা সুন্দরবনের দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার উলুবাড়িয়া ও গোলবুনিয়া গ্রাম থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়। পরে হরিণ দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার উলুবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম ব্যাপারীর বাড়ির সামনের বাগানে সকাল ছয়টার দিকে দুটি চিত্রা হরিণ দেখতে পান কয়েকজন তরুণ। এ সময় তাঁরা হরিণ দুটিকে তাড়া করেন। তাড়া খেয়ে একটি হরিণ উলুবাড়িয়া গ্রামের মো. রিয়াজের বাড়িতে ঢুকে পড়লে তা আটক করা হয়। অপর হরিণটি পাশের গোলবুনিয়া গ্রামের ধানখেতে চলে যায়। সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন ধানখেত থেকে হরিণটি উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের বনপ্রহরী হাবিবুর রহমান বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণ দুটি ট্রলারে করে শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তার কার্যালয়ে নেওয়ার পরে সুন্দরবনে অবমুক্ত হয়েছে।

Logo-orginal