, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

বৃহস্পতিবার থেকে টিকা পাচ্ছেন কুয়েত সৌদি আমিরাত প্রবাসীরা

প্রকাশ: ২০২১-০৬-২৯ ২৩:২২:২৩ || আপডেট: ২০২১-০৬-৩০ ০০:০৭:৩৩

Spread the love

ঢাকাঃ আগামী বৃহস্পতিবার (১ জুলাই ২০২১) থেকে কোডিড-১৯ ভ্যাকসিনের জন্যে বিদেশগামী প্রবাসী কর্মীদের নিবন্ধন কার্যক্রম ও টিকা প্রদান শুরু করতে কাজ করছে প্রবাসী কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের বরাত দিয়ে ঢাকার বেশ কটি অনলাইন নিউজ পোর্টালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

এইদিকে মন্ত্রণালয় সুত্র জানিয়েছে কাল বুধবার মর্দানো টিকার ১ম চালান দেশে পৌঁছালে, পরদিন বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে ।

প্রবাসী কর্মীদের নিবন্ধন ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ভ্যাকসিনের জন্যে নিবন্ধনের কাজ করা হবে জানিয়েছে কর্মকর্তারা ।

তারা বলেছেন কুয়েত আমিরাত ও সৌদিআরবসহ দেশে আটকা পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে ।

ঢাকার যে সকল হাসপাতালে টিকা দেওয়া হবে”

ঢাকা মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ , মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসাপাতল এবং কুর্মিটোলা হাসপাতাল ।
তবে পরিস্থিতি ও প্রবাসীদের অবস্থান বিবেচনায় জেলা ভিত্তিক টিকা দান করার কথা ভাবছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ।

যা আগামী সপ্তাহে বিস্তারিত জানানো হবে । @প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা ।

Logo-orginal