, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

admin admin

গাভী চুরি করে নিয়ে গেছে চোর’ সংসার চলবে কিভাবে? অঝোরে কাঁদছেন মাহমুদা’

প্রকাশ: ২০২১-০৮-০৬ ১৫:৪৮:৪৮ || আপডেট: ২০২১-০৮-০৬ ১৫:৪৮:৫০

Spread the love

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তারা মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। কায়িক পরিশ্রম করতে পারেন না তারা। তাই জীবন জীবিকার জন্য তিনটি দুধের গাভী লালন পালন করেন। দুধ বিক্রির টাকা দিয়েই সংসার চলে দরিদ্র পরিবারটি।

কিন্তু বুধবার গভীর রাতে তারা মিয়ার একটি বাছুর ও তিনটি গাভী চুরি করে নিয়ে গেছে একদল চোর। গরু তিনটির পেটে বাচ্চা আছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বাছুরটি নিজে নিজে চলে এসেছে বাড়িতে।

সবার ধারণা, গরুগুলো চুরি করে নিয়ে আশপাশের কোনো গ্রামে রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের তারা মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, মাহমুদা বেগম মাটিতে গড়াগড়ি খেয়ে চুরি হওয়া গরুর জন্য আহাজারি করছেন। পরিবারের আয়ের একমাত্র উৎস হারিয়ে তিনি পাগলপ্রায়।

প্রতিবেশীরা জানান, মাহমুদা বেগম ও তার স্বামী তারা মিয়া দুজই ১০ বছর যাবত বিভিন্ন অসুখ বিসুখের জন্য কোনো কাজ করতে পারেন না। গরু লালন পালন করে দুধ বিক্রি করে তাদের সংসার চলতো।

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গরু চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গরু উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal