, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

মুফতি কাজী ইব্রাহীম যে কারণে আটক হলেন”

প্রকাশ: ২০২১-০৯-২৮ ১২:৩৪:২৭ || আপডেট: ২০২১-০৯-২৮ ১২:৩৪:২৮

Spread the love

ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত বিভিন্ন ওয়াজে মুফতি কাজী ইব্রাহীম বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। সেগুলো যাচাই করতেই রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে, এমন মন্তব্য করে আলোচিত হন মুফতি কাজী ইব্রাহীম।

এদিকে সোমবার রাতে আটকের সময় বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে বলে ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটি লাইভে আসেন এই বক্তা। ২০ মিনিটের বেশি সময় ধরে চলা এই লাইভে তিনি বলেন, ‘র’ এর রাজাকার, সন্ত্রাসীরা তার বাসা ঘেরাও করেছে সেখানে তিনি বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডে বাসায় যেখানে তিনি তার স্ত্রী-সন্তানসহ অবস্থান করছেন, সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে।

Logo-orginal