, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

আজ পাক ভারত ক্রিকেট যুদ্ধ”

প্রকাশ: ২০২১-১০-২৪ ১০:৪৭:৫২ || আপডেট: ২০২১-১০-২৪ ১০:৫৭:৩৬

Spread the love

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। সেই উত্তেজনার পারদে বিভক্ত হয়ে পড়ে গোটা ক্রিকেট দুনিয়াই।

দীর্ঘদিন পর ক্রিকেটপ্রেমীরা ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

আজ আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ২২ গজে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি মাঠে নামবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে। এ লড়াই কেবল মাঠেই সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে যাবে দুই দেশের প্রত্যন্ত অঞ্চলেও। ভারত-পাকিস্তানের পাশাপাশি অন্য দেশের ক্রিকেট প্রেমীদের চোখও আটকে যাবে টিভির পর্দায়।

এর আগে ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ৬ বার। ভারত ৫টিতে এবং পাকিস্তান মাত্র একটি ম্যাচে জিতেছে।

২০১২ সালে ব্যাঙ্গালুরুতে সেই একমাত্র জয়টি পেয়েছিল আফ্রিদির দল।

পরিসংখ্যান বাদেও ক্রিকেটের সবচেয়ে ছোটো সংস্করণে বর্তমানে ভারত দলের যে ফর্ম, তাতে করে পাকিস্তানকে এগিয়ে রাখা যাচ্ছে না এশিয়া কাপের ম্যাচটিতে!

রবিবার ম্যাচ শুরুর আগেই দুই প্রতিবেশী রাষ্ট্র এবং যুদ্ধের তীব্রতায় মিলেমিশে একাকার।

Logo-orginal