, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিতে শিবিরের আহ্বান’

প্রকাশ: ২০২১-১১-২০ ২২:২৮:০৭ || আপডেট: ২০২১-১১-২০ ২২:২৯:২৫

Spread the love

ছবি” ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারী সালাউদ্দিন ।
ঢাকা; গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবির প্রতি সমর্থন জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার সংগঠনটির সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম যৌথ এক বিবৃতিতে এ কথা বলেন।

বাসে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে অভিযোগ করে তারা এর প্রতিবাদ করেছেন।

ছাত্রশিবিরের বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদে ওপর সরকার ও পরিবহন কর্তৃপক্ষের দায়িত্বহীন আচরণ জাতির জন্য চরম লজ্জার। অর্ধেক ভাড়া শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং বহু আগে থেকেই এটা প্রতিষ্ঠিত।

বিবৃতিতে বলা হয়, ডিজেলের দাম বৃদ্ধিতে ২৭ শতাংশ ভাড়া বাড়লেও বাসে শিক্ষার্থীদের কাছ থেকে পুরো ভাড়া আদায় করা হচ্ছে। বাসে নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাসে উঠতে দেওয়া হচ্ছে না।

ছাত্রশিবিরের শীর্ষ দুই নেতা বলেন, সরকার শিক্ষার্থীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আসছে। করোনাকালে শিক্ষার্থীদের ভয়াবহ বিপর্যয় ও দুর্দশার কথা কারও অজানা নয়। অসংখ্য শিক্ষার্থীর শুধু পড়াশোনারই ক্ষতি হয়নি, তারা মানবেতর জীবনযাপন করেছেন। তাদের সঙ্গে দায়িত্বহীন ও অমানবিক আচরণ মেনে নেওয়া হবে না। #প্রেস বিজ্ঞপ্তি।

Logo-orginal