, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

৯৯৯ এ ফোন, রাঙ্গুনিয়ার গুমাই বিল থেকে ১৩ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশ: ২০২১-১১-০৮ ১৫:২০:৫২ || আপডেট: ২০২১-১১-০৮ ১৫:২০:৫৪

Spread the love

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ধানখেত থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের গুমাই বিল এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে স্থানীয় কয়েক শ্রমিক গুমাই বিল এলাকায় একটি ধানখেতে অজগর সাপ দেখতে পান। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল্লাহ ঘটনাস্থলে যান। পরে সাপটি উদ্ধারের জন্য তিনি জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করলে বন বিভাগের কর্মকর্তাসহ কয়েক কর্মী ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করেন।
জানতে চাইলে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিট কর্মকর্তা নবীন কুমার ধর বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে অজগরটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছিল। পরে আজ সকালে সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এটি লম্বায় ১৩ ফুট এবং এর ওজন প্রায় ১৭ কেজি। সাপটি সুস্থ আছে।

Logo-orginal