, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

জুলুসে গিয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি রাঙ্গুনিয়ার মাদ্রাসা ছাত্র

প্রকাশ: ২০২১-১২-০৫ ১৭:১৮:৪৭ || আপডেট: ২০২১-১২-০৫ ১৭:১৮:৪৮

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
জুলুসে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখনো সন্ধান মিলেনি রাঙ্গুনিয়ার এক মাদ্রাসা ছাত্রের। তার নাম মো. ফজল করিম তারেক (১৩)। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি বড়ঘোনা এলাকার রেজাউল করিমের ছেলে। এই নিয়ে চট্টগ্রাম পাঁচলাইশ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছে তার পরিবার।

রোববার (৫ ডিসেম্বর) বিকালে জানতে চাইলে নিখোঁজ তারেকের পিতা রেজাউল করিম জানান, তার ছেলে বগাবিলি আবদুল কাদের জিলানী মাদ্রাসার ছাত্র। সে গত ২০ অক্টোবর চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় জুলুসে অংশ নিতে এলাকার অন্যান্যদের সাথে গিয়েছিল। কিন্তু জুলুস থেকেই নিখোঁজ হয়ে পড়ে তারেক। এরপর থেকে তাকে অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। তাকে ফিরে পেতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সম্ভাব্য স্থানে প্রচারপত্র বিলি করেও তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে গত ২২ অক্টোবর চট্টগ্রাম পাঁচলাইশ থানায় নিখোঁজ ডায়েরি (১১৭৪) করা হয়েছে। সে আনুমানিক ৪ ফুট লম্বা, গায়ের রং ফর্সা, শরীরে পাঞ্জাবি পড়া ছিল। কেউ তাকে দেখলে কিংবা পেলে যোগাযোগ করুন- ০১৮৯০-৮১০৩৮০ (পিতা), ০১৮১৩-০০৬৭৪৪ (চাচা)।

Logo-orginal