, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

আইআইইউসি ‘অর্থনীতি ও ব্যাংকিং’ বিভাগের স্প্রিং-২২ নবীন বরণ অনুষ্ঠিত।

প্রকাশ: ২০২২-০১-১২ ২১:২১:৫৮ || আপডেট: ২০২২-০১-১২ ২১:২২:০০

Spread the love

আসিফ ইকবাল, চট্টগ্রামঃ গত ৯ই জানুয়ারি (রবিবার) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কুমিরা ক্যাম্পাসে ‘অর্থনীতি ও ব্যাংকিং’ বিভাগের স্প্রিং-২২ নবীন বরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অর্থনীতি ও ব্যাংকিং’ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মুনির আহমেদ। উপস্থিত ছিলেন: অর্থনীতি ও ব্যাংকিং’ বিভাগের সাবেক চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শরীফুল হক।

উক্ত অনুষ্ঠানে নতুন নবাগত শিক্ষার্থীদের বরণ করেন: ইবি ক্লাব সদস্যবৃন্দ। নবাগতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন: ইবি ক্লাবের মেইল চ্যাপ্টার প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন: ইবি ক্লাব ফিমেল চ্যাপ্টার প্রেসিডেন্ট লেকচারার শেখ কামরুন নেসা। বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আগমনে ডিপার্টমেন্টের পথচলা আরও সুগম হবে। ছাত্রছাত্রীদেরকে নিয়মিত ক্লাস করার অনুরোধ জানান এবং সেই সাথে পড়াশোনার পাশাপাশি এক্সটা কো-কারিকুলার অ্যাকটিভিটিস এ মনোযোগ দেয়ার জন্য পরামর্শ দেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শরীফুল হক বলেন: ইবিতে পড়ে অনেকে এখন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত। অনেকে ব্যাংকে জব, ভালো ভালো ককোম্পানিতে জব করছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, ব্যবসাসহ বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে। বর্তমান চেয়ারম্যান মনির আহমেদ ইবি ডিপার্টমেন্টে আগত নবীন ছাত্রছাত্রীদের শুভকামনা জানান।

শিক্ষকরা বক্তব্যে আগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। সবাইকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলার আহবান জানান। এবং পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে চলার অনুরোধ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ড. মূসা খান, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, প্রভাষক জয়নাল উদ্দিন, হারুন উর রশিদ, মারুফুল ইসলাম, জাফর সাদেক, তানজিনা খানম ,নাজনীন ফাতেমা সহ ইবি ক্লাবের নেতৃবৃন্দ।

Logo-orginal