, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

ওমিক্রন কি সত্যি আশীর্বাদ ?

প্রকাশ: ২০২২-০১-০৮ ১০:৫৯:৩৮ || আপডেট: ২০২২-০১-০৮ ১০:৫৯:৪০

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক: আফসাইন এমরানি ইসরাইলের প্রধান পরমানু বিজ্ঞানী এবং ভাইরাস বিশেষজ্ঞ এটাকে বলেছেন এমন একটি এন্টিভাইরাস যা কোন মানুষ বানায়নি কিন্তু এটি এমন করোনা ভাইরাস যার জন্য অক্সিজেন সাপোর্ট লাগেনা, তীব্র কোন সংকট হয়না এবং এটি অপেক্ষাকৃত তরুণ মানুষকে আক্রান্ত করে।

খুব বেশি ছোঁয়াছে কিন্তু জীবন সংহারি না হওয়ায় এটির দ্রুত বিস্তার মানুষের মধ্যে ভাইরাস প্রতিরোধি সক্ষমতা তৈরি করবে যা করোনা ভাইরাসকে দুনিয়া থেকে বিলীন করে দিবে যেমনটি উনিশ শতকে ‘স্পেনিশ ফ্লু ‘ এর বেলায় ঘটেছিলো।

উনিশ শতকের গোড়ার দিকে ‘স্পেনিশ ফ্লু’ সারা পৃথিবীর ৬℅ মানুষের মৃত্যুর কারন হয়েছিলো। যার প্রথম ঢেউ ছিলো যতোটা মারাত্মক, দ্বিতীয় ঢেউ ছিলো বেশি ভয়ংকর কিন্তু তৃতীয় ঢেউ ছিলো কম মারাত্মক কিন্তু অধিক সংক্রমি এবং এর মাধ্যমেই স্পেনিশ ফ্লু এর বিস্তার কমতে থাকে যা ঠিক করোনার করোনা সংক্রমনের ঢেউ গুলার মতো।

স্পেনিশ ফ্লু এর সময় এমন আধুনিক গবেষণা এবং টিকার বিশ্বায়ন ছিলোনা, এটি নিজে নিজেই এটিবডি সৃষ্টির মাধ্যমে বিলীন হয়েছিলো, অমিক্রন বিজ্ঞানীদের সেরকম আশাই দেখাচ্ছে।
@সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

Logo-orginal