, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

চাকু এখন নিজের গলায়” কেমন লাগে?

প্রকাশ: ২০২২-০৫-১৫ ১৩:১৩:৫৭ || আপডেট: ২০২২-০৫-১৫ ১৩:১৫:২৩

Spread the love

আবুল কাশেম (মুক্তমত): দেশে কথিত গণকমিশনের তদন্তে আসামীর কাঠগড়ায় ১১৬ আলেম-ওলামা।
যাদের মধ্যে সালাফি, আহলে হাদীস, কওমী, চরমোনাই, কড়া সুন্নী, মাজার পন্হী, আলেমগন আছেন।

২০১০ সালে যখন জামায়াতের শীর্ষ নেতাদের আটক করা হচ্ছিল, তখন এসব আলেমদের অনেকে আওয়ামী লীগকে বাহবা দিয়েছে, অনেকে আবার ময়দান দখলে নেওয়ার স্বপ্নও দেখেছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন যে, চাকু এখন নিজের গলায়” কেমন লাগে?
অন্যের গলায় চাকু দেখে নিশ্চুপ থাকা আলেমগণ হয়ত চাকুর রহস্য এখন বুঝতে পেরেছেন।

কিন্তু তারা কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বা নেওয়ার চেষ্টা করেনি, অথচ ইসলাম বিরোধী শক্তি বিদেশী পরিকল্পনা ও অর্থায়ানে তাদের কর্মকাণ্ড তথা, গবেষণা অব্যাহত রয়েছে।

শত শত পিকে হাওলাদার কালো মানিক আর তুরিনের গবেষণায় চোখে পড়েনি” চোখে পড়েছে দূর্নীতি থেকে বহুদুরে থাকা শত শত আলেম।

ইসলাম বিদ্বেষীদের সদ্য প্রকাশিত কথিত দূর্নীতির তালিকা ইতিমধ্যে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে, তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

বিশ্বজুড়ে মুসলমানদের অনৈক্যর কারণে যেমন মজলুম হয়ে বসবাস করতে হচ্ছে মুসলিম জনগোষ্ঠীকে, ঠিক একই কারণে মজলুম হয়ে আসামীর কাঠগড়ায় বাংলাদেশের আলেমরা।

যদি,আল্লাহর সন্তুষ্টি ও ইসলামের স্বার্থে আলেম-ওলামারা নিজেদের মাঝে ঐক্য থাকত, তাহলে কথিত কমিশন এমন দুঃসাহস দেখাত না, এই কথাটা যখন সকল আলেমগন বুঝবেন তখনি আমরা এর সুফল পেতে শুরু করব।

কারণ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা সব সময় আলেমদের মুখ পানে চেয়ে থাকে। আলেমদের পরস্পর বিরোধী বক্তব্যের কারনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তাই নাস্তিক দের দৌরাত্ম বেড়েই চলেছে।

বিতর্কিত বিচারক নাস্তিক মানিক সাহেব ও আপন মায়ের প্রতি অবিচারী তুরিন আজ ইসলাম ও মুসলমানদের সম্পদ আলেম – ওলামাদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে।

তাই এখনই সময়, ভুলে যান ছহি, সালাফি, বিদায়াতী, ওহাবী, মাজারী, সুন্নী-কওমী, জামাতী, তাবলীগী তথা সমস্ত মতভেদ।

আলেম ওলামাদের নিজদের অস্তিত্ব রক্ষায় এক হতে হবে, প্রতিবাদ ও প্রতিরোধ আসতে হবে অভিন্ন কর্মসূচি থেকে।

ভিন দেশী ষড়যন্ত্রে ইসলামের পিছনে লেগে থাকা আল্লাহ সুবহান তায়ালার অনেক দুশমনের ঠাই বাংলাদেশী হয়নি, তোমাদেরও হবেনা।

এটাই ইতিহাস এটাই বাস্তবতা।

#আল্লাহ সুবহান তায়ালা আমাদের প্রতি রহম করুন।
#আমিন।

Logo-orginal