, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

সেপটিক ট্যাংকে নেমে ছোট ভাইয়ের মৃত্যু, উদ্ধারে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও’

প্রকাশ: ২০২২-০৫-১৭ ১৫:৫১:৫৪ || আপডেট: ২০২২-০৫-১৭ ১৫:৫১:৫৬

Spread the love

চাঁদপুরের হাজীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে অজ্ঞান হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটে বারেক হাজীর নির্মাণাধীন বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাপাইনবাবগঞ্জের নাছোল উপজেলার সুখানদীঘি গ্রামের সাজেমান আলীর বড় ছেলে রাব্বানী (৩৮) ও ছোট ছেলে মোহন (২২)। তারা দীর্ঘদিন ধরে হাজীগঞ্জে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মোহন নির্মাণাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারি খোলার জন্য নামেন। ভেতরে তার কোনো সাড়া না পেয়ে রাব্বানীও ট্যাংকে নামেন। তারও কোনো সাড়া শব্দ না পেয়ে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: গোলাম মাওলা নঈম পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
# নয়া দিগন্ত”

Logo-orginal