, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

এবার দেশে মহানবীকে কটূক্তি: সুপ্রিম কোর্টের আইনজীবীর পদ স্থগিত, চেম্বার ভাঙচুর

প্রকাশ: ২০২২-০৬-১৫ ১৯:০৫:১২ || আপডেট: ২০২২-০৬-১৫ ১৯:০৫:১৪

Spread the love

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রেজার আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়েছে। সাইফুর রেজার সদস্যপদ স্থগিতের বিষয়টি আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ বলেন, মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করায় অ্যাডভোকেট সাইফুর রেজার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত করা হয়েছে। জরুরি সভা ডেকে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি সাইফুর রেজার কক্ষে চেয়ার-টেবিল ও বই রাখার তাক ভাঙচুর করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন ভবনে বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে আইনজীবীরা সমিতির সভাপতির রুমের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সাইফুর রেজাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারী আইনজীবীদের অন্যতম অ্যাডভোকেট আশরাফুজ্জামান বলেন, সাইফুর রেজার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহবাগ থানায় মামলা দায়ের করা হবে।
সুত্র: এনটিভি।

Logo-orginal