, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৮ রান তাড়ায় ভাল খেলছে তামিম বাহিনী’

প্রকাশ: ২০২২-০৭-১৩ ২৩:২৪:৫৮ || আপডেট: ২০২২-০৭-১৩ ২৩:৫৩:০০

Spread the love

প্রথম আলো প্রতিবেদনঃ
এ কেমন বল!
ক্ষণিকের জন্য দেখে মনে হতে পারে—ক্রিকেট নয়, হকি খেলছেন তামিম ইকবাল! আকিল হোসেনের বলে উচ্চতা ছিল অমনই! পড়ার পরই নিচু হয়ে যাওয়া বলটা প্রায় আঘাত করেছিল তামিমের পেছনের পায়ের বুটে, তবে সময়মতো ব্যাটটা নামাতে পেরেছেন বাংলাদেশ অধিনায়ক। গায়ানার এ উইকেটের প্রকৃতি কেমন, সেটিও বোঝা যায় আকিলের ওই বলে।

তবে বলটা তামিমের ব্যাটে লাগার আগে দুইবার বাউন্স করেছে, নিয়ম অনুযায়ী যেটি হওয়ার কথা নো। আম্পায়ার অবশ্য নো কল করেননি।

উইকেট ছুড়ে এলেন নাজমুল
উইকেট চাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে যেভাবে আউট হলেন নাজমুল, সেটি নিশ্চয়ই তিনি চাননি। গুড়াকেশ মোতির প্রায় হাফ ট্র্যাকারটি পেছনের পায়ে ভর দিয়ে তুলে মারলেন, তবে টাইমিং করতে পারলেন না মোটেও। মিডউইকেটে সহজ ক্যাচ নিতে ভুল করেননি আকিল হোসেন। উইকেট ছুড়ে আসার আগে নাজমুল ৩৬ বল খেলে করেছেন ২০ রান। বাংলাদেশ প্রথম উইকেট হারাল ৪৮ রানে।

আরেকটি রিভিউ হারাল উইন্ডিজ
আগেরটি ছিল তামিম ইকবালের বিপক্ষে। এবার নাজমুল হোসেনের বিপক্ষে আরেকটি কট বিহাইন্ডের রিভিউ নিয়ে সেটি হারাল ওয়েস্ট ইন্ডিজ। উইকেট পেতে মরিয়া হলেও সেটির দেখা পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।

রানের গতিও একটু বেড়েছে বাংলাদেশের, তামিম ও নাজমুল দুজনই এখন পর্যন্ত মেরেছেন দুইটি করে চার। তৃতীয় স্পিনার হিসেবে এসেছেন নিকোলাস পুরান, তবে সুবিধা করতে পারেননি। দুইটি আলগা ডেলিভারি করেছেন, দুটিতেই চার মেরেছেন নাজমুল।

রিভিউ হারাল উইন্ডিজ
তামিম প্রথম করতে চাচ্ছিলেন রিভার্স সুইপ, তবে সফল হননি। এরপর সুইপ করতে গিয়ে ক্যাচের মতো উঠেছিল, তাতেই রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ। বল লেগেছিল তামিমের হাতে, গ্লাভসের ওপরে। ফলে রিভিউ হারিয়েছেন পুরানরা। ঠিক পরের বলেই একটা চার মেরেছেন তামিম, ইনিংসের প্রথম যেটি।

Logo-orginal