, বুধবার, ১ মে ২০২৪

admin admin

বেলুচিস্তানে বাস খাদে পড়ে ১৯ জনের মৃত্যু, ১৪ জন আহত”

প্রকাশ: ২০২২-০৭-০৩ ১৮:০১:৫৬ || আপডেট: ২০২২-০৭-০৩ ১৮:০১:৫৮

Spread the love

কোয়েটা: রবিবার বেলুচিস্তানের শেরানি জেলা এলাকায় একটি যাত্রীবাহী কোচ গভীর খাদে পড়ে গেলে ১৯ জন মারা যায় এবং মহিলা ও শিশু সহ ১৪ জন গুরুতর আহত হয়।

লেভিস সূত্রে জানা গেছে, রাওয়ালপিন্ডি থেকে কোয়েটাগামী একটি যাত্রীবাহী কোচ ৩৩ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে শেরানি জেলার ডানাসার এলাকার কাছে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ করতে না পারায় এটি গভীর খাদে পড়ে যায়।

এতে নারী ও শিশুসহ ১৯ যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং ১৪ জন আহত হন।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনসহ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও আহতদের ঢোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করে যেখানে চিকিৎসা শুরু হয়।

নিহতদের লাশ ও আহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী কুদ্দুস বিজেঞ্জো এই মর্মান্তিক ঘটনায় মূল্যবান প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Logo-orginal