, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

ইরাকে রাজনৈতিক সহিংসতায় ২০ জন নিহত।

প্রকাশ: ২০২২-০৮-৩০ ১৭:০৩:২৪ || আপডেট: ২০২২-০৮-৩০ ১৭:০৩:২৬

Spread the love

ইরাকি চিকিৎসা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে সাদরিস্ট আন্দোলনের সমর্থক মুক্তাদা আল-সদর এবং তার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে।

সংঘর্ষগুলি ইরাকি সেনাবাহিনী এবং নিরাপত্তা পরিষেবাগুলির ইউনিটগুলিকে হস্তক্ষেপ করতে এবং বলপ্রয়োগ করে রিপাবলিকান প্রাসাদের নিয়ন্ত্রণ নিতে এবং সাদরিস্ট আন্দোলনের সমর্থকদের সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলে হতাহতের ঘটনা ঘটে।

আগাম জাতীয় সংসদের নির্বাচন আয়োজনে ইরাকি সরকারের অনাগ্রহের প্রতিবাদে শিয়া নেতা মুক্তাদির আল-সদর রাজনৈতিক কাজ থেকে অবসর নেওয়ার ঘোষণা করার পর রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে।

ইরাকি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি শিয়া জোট গঠনের সম্ভাবনার অভাবের আলোকে আগাম সংসদীয় নির্বাচনের দাবী জানান ইরানপন্হী শিয়া নেতারা।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি মুকতাদা আল-সদরের কাছে তার সমর্থকদের তাদের দখল করা সরকারি ভবনগুলো ছেড়ে যাওয়ার আহ্বান জানান।

জানা গেছে যে জনাব মুকতাদা আল-সদর ঘোষণা করেছেন যে, তিনি ইরাকে সহিংসতা শেষ না হওয়া পর্যন্ত অনশন শুরু করেছেন।

Logo-orginal