, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

Mohammad Juniad Mohammad Juniad

১২০০ ফলজ গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্ন ও আগামী

প্রকাশ: ২০২২-০৮-৩১ ২২:১৭:৫১ || আপডেট: ২০২২-০৮-৩১ ২২:১৭:৫৩

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ-
সামাজিক সংগঠন স্বপ্ন ও আগামীর আয়োজনে সীতাকুন্ডের ৫ টি কলেজের ১২০০ শিক্ষার্থীর মাঝে জলবায়ু বিষয়ক সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে স্বপ্ন ও আগামী’র “বিকল্প” প্রকল্পের আওতায় সীতাকুন্ডের প্রতিটি কলেজে ২০ জন করে মোট ১০০ জনের একটি “জলবায়ু যোদ্ধাদের ক্লাব” গঠন করেন। যারা আগামী দিনগুলোতে নানা ভাবে পরিবেশ বান্ধব কাজ করবে সামাজিক সংগঠন স্বপ্ন ও আগামী’র অঙ্গ সংগঠন হিসেবে। পাশাপাশি তারা ছত্র ছাত্রীদের মাঝে ১২০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ ও কলেজ বাগান করার জন্য প্রতিটি কলেজে ফুলের টব ও টিস্যুর বিকল্প হিসেবে রুমাল ব্যবহারে উদ্ভোদ্ধ করার লক্ষ্যে সবার মাঝে রুমাল বিতরণ করেন।
অদ্য ৩১/০৮/২০২২ ইং রোজ বুধবার সীতাকুন্ড ডিগ্রী কলেজ এ মোঃ সোহেল হোসেন মুন্না এর সঞ্চালনায় বৃক্ষচারা বিতরণ ও জলবায়ু বিষয়ক সচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড সমিতির সাবেক সফল সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দীন, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ার মোঃ সাহাজান ও অত্র বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মূছা। জলবায়ুর উপর আলোচনা রাখেন স্বপ্ন ও আগামী সংগঠনের পরিচালক ও প্রশিক্ষক মোঃ বখতিয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানটির সার্বিক আর্থিক সহযোগিতায় ছিলো সীতাকুন্ডের এমএফজেএফ ( মহসিন-ফাতেমা সিদ্দীকি যুব কল্যাণ ফাউন্ডেশন)।

Logo-orginal