, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলি, নিহত ১ যুবদল কর্মী।

প্রকাশ: ২০২২-০৯-০১ ১৬:১০:২৫ || আপডেট: ২০২২-০৯-০১ ১৬:১০:২৭

Spread the love

নারায়ণগঞ্জঃ জেলা বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও শোভাযাত্রা বের করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ।

এই সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে শাওন (২০) নামের একজন নিহত হন।

দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে বিএনপির নেতা-কর্মীরা, পুলিশের বাধায় টিকতে না পেরে পিছু হটেছে মিছিলকারীরা।

জানা যায়,নিহত শাওন যুবদলের সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

তবে পুলিশ বলছে, তাদের গুলিতে কেউ নিহত হয়েছেন কি না তাহা জানেন না।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এখনও তা চলমান আছে বলে জানা যায়।

জানা গেছে, শোভাযাত্রা করতে গেলে বাধা পেয়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। এই সংঘর্ষ এখনও চলমান আছে। সংঘর্ষ চলাকালে শাওন নিহত হন।

নারায়ণগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন জানান, মরদেহ হাসপাতালে রয়েছে।

Logo-orginal