, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

পাসপোর্টের ভুল সংশোধনে যা করতে হবে, লাগবে না অ্যাফিডেভিট”

প্রকাশ: ২০২২-০৯-২৫ ১৪:১৩:১৬ || আপডেট: ২০২২-০৯-২৫ ১৪:১৩:২১

Spread the love

এখন থেকে পাসপোর্টে দেওয়া নাম-বয়সসহ যেকোনো ভুল সংশোধন করতে লাগবে না অ্যাফিডেভিট। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্তারাও।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, আগে পাসপোর্টে নামের একাংশের ভুল বা বানান ভুলের জন্য হলফনামার (অ্যাফিডেভিট) প্রয়োজন হতো। তবে বর্তমানে শিক্ষাগত সনদের কপি দিলেই এই পরিবর্তন করা সম্ভব।

অধিদপ্তরের জারি করা আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি তার পাসপোর্টের নাম, বাবার নাম, মায়ের নাম এবং বয়স পরিবর্তন করতে পারবেন। এজন্য তাকে পাসপোর্ট সংশোধনের আবেদনের সঙ্গে জেএসসি/জেডিসি/এসএসসি বা সমমানের শিক্ষা সনদের কপি জমা দিতে হবে। সেই সনদের ভিত্তিতে পাসপোর্টের তথ্য আপডেট করা হবে।

অধিদপ্তর আরও জানায়, নামের বানান সংশোধন ছাড়াও কারো পাসপোর্টে যদি নাম ‘মোহাম্মদ‘ বা ‘মোসাম্মৎ’ থাকে এবং তিনি যদি সনদের মতো করে পাসপোর্টে ‘এমডি’ (MD) বা ‘এমওএসটি’ (MOST) করতে চান, সেক্ষেত্রে হলফনামা ছাড়া পরিবর্তন করা যাবে।

কারও নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ যদি বদল করার প্রয়োজন হয় (যেমন, রহমান মাসুম থেকে মাসুম রহমান) সেক্ষেত্রে তিনি শিক্ষা সনদ দেখিয়েই তা করতে পারবেন। পাশাপাশি বাদ দেওয়া যাবে পাসপোর্টে মিস্টার, মিসেস, ড./ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো উপাধিগুলো।

কেউ যদি নামের দুই অংশ পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই হলফনামার কপি জমা দিতে হবে। যেমন কারও পাসপোর্টের নাম যদি ‘নূর আলী’ হয়, তিনি যদি তার নাম ‘মোহাম্মদ নূর হোসেন’ হিসেবে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে হলফনামার প্রয়োজন হবে বলে জানায় অধিদপ্তর।
উৎসঃ ঢাকা টাইমস।

Logo-orginal