, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে মানুষের ঢল।

প্রকাশ: ২০২২-০৯-০১ ১৬:৫৪:৪১ || আপডেট: ২০২২-০৯-০১ ১৬:৫৪:৪৪

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীতে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করবে দলটি। র‌্যালিকে কেন্দ্র করে ইতোমধ্যে নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হয়েছেন।

এদিন দুপুর থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন।

র‌্যালি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর মঞ্চ বানানো হয়েছে। এদিকে আনুষ্ঠিকভাবে র‌্যালি শুরু হওয়ার আগে নয়াপল্টনের ভিআইপি সড়কের দুই পাশ বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়।

ফলে, ফকিরাপুল থেকে কাকরাইলগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।

র‌্যালিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমটির অন্যান্য সদস্য উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশসহ রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। বিএনপির এই র‌্যালি ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করছেন।
সুত্রঃ দৈনিক মানবজমিন।

Logo-orginal