, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

রাজনগরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও আহত ৪ জন’

প্রকাশ: ২০২২-০৯-২৩ ২১:১৯:৫৬ || আপডেট: ২০২২-০৯-২৩ ২১:১৯:৫৮

Spread the love

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় এলোপাতাড়ি চাকুর কুপে আরো ৪ জন আহত হয়েছে।

জানা যায়, বালাগঞ্জের শান্তি চৌধুরী কয়েক বছর পুর্বে উপজেলার সুনামপুর গ্রামের রাজু দাশের নিকট তুলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩০ শতক ক্ষেতের জমি বিক্রয় করেন। জমি ক্রয়ের সময় তুলাপুর গ্রামের বিরু দাশ গংরা রাজু দাশকে উক্ত জমি ক্রয়ে আপত্তি জানান। কিন্তু রাজু দাশ বিরু দাশের আপত্তি অপেক্ষা করে জমি ক্রয় করার পর দখল নিতে আসলে বিরু দাশ গংরা উক্ত জমির দখল আটকে রাখেন। এ নিয়ে গত কয়েক বছর ধরে উভয় পক্ষের মধ্যে স্থানীয়ভাবে বিচার-শালিস হলেও বিষয়টি অ-মিমাংসিত রয়ে যায়। শক্রবার জুমার পর জমি বিক্রেতা বালাগঞ্জের শান্তি চৌধুরী সহ তুলাপুর গ্রামের ইসলাহ উদ্দিন(মুহুরী),রঙ্গেশ দাশ, খছরু মিয়া রাজু দাশ গংদের জমির দখল বুঝিয়ে দিতে ডেকে আনেন। মাপ-ঝোক দিয়ে রাজু দাশকে ৩০ শতক জমি বুঝিয়ে দিতে লাগলে ধিরু দাশ তাতে আপত্তি জানায়। ধিরু দাশের আপত্তি অপেক্ষা করে রাজু দাশ গংরা জমিতে গাছের চারা রোপন শুরু করলে ধিরু দাশ স্থানীয় ইউপি সদস্য লুতফুর মিয়াকে ডেকে আনেন। ইউপি সদস্য লুতফুর মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজু দাশকে বাধা-নিষেধ করলেও রাজু গংরা গাছের চারা রোপন অব্যাহত রাখে। খবর পেয়ে লুতফুর মেম্বারের ভাই-ভাতিজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজু দাশকে বাধা দিলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় রাজু দাশ গংদের এলোপাতাড়ি চাকুর কুপে লুতফুর মেম্বারের ভাতিজা হেলাল উদিন (৪০), কাজল (৩২) পিতা মৃত আব্দুল নুর সহ পংকি মিয়া জুবায়েল, ফেমাই দাশ ও জুনুর মিয়া নামে ৬ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত হেলাল ও কাজলকে মৃত ঘোষনা করে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিনয় ভুষন রায় জানান, আমরা ২ জনের মৃত্যুর খবর শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আলাল/২৩৯২০২২

Logo-orginal