, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

admin admin

হাফেজ তাকরিমকে ঢাকা বিমানবন্দরের ফুলের শুভেচ্ছা’

প্রকাশ: ২০২২-০৯-২৩ ১৩:৫১:১৯ || আপডেট: ২০২২-০৯-২৩ ১৩:৫১:২২

Spread the love

ঢাকাঃ গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের ভীড়। সালেহ আহমাদ তাকরিমকে বরণ করে নিচ্ছেন তারা। ১১১ টি দেশের দেড়শ’ প্রতিযোগীর মধ্যে তৃতীয় হওয়ার খবরটি পাই একজন আলেমের কাছ থেকে। এরপর তাকরিম সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে যাই। আরবি আমাদের ভাষা নয়। কিন্তু কোরআন আরবি ভাষায়। এমন অনেক প্রতিযোগী ছিল যাদের ভাষা আরবি। তাদের পেছনে ফেলে তৃতীয় হওয়া অনেক সম্মানের। শুধু এবারই নয়, গতবছরও সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিল তাকরিম। তার মেন্টর বা কোচ গুলশান মসজিদের খতিব মহোদয়কে অভিনন্দন জানাই। তিনিই তাকরিমকে এই প্রতিযোগীতার জন্য তৈরি করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ সরকারি যেসব সংস্থা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।

কেয়ামত পর্যন্ত অনেক কিছুই পরিবর্তন হবে, বিকৃত হবে, শুধুমাত্র আল কোরআন ছাড়া।
আলাল/২৩৯২০২২

Logo-orginal