, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

হোয়াটসঅ্যাপ কাজ করছে না, যা বলছে মেটা কর্তৃপক্ষ’

প্রকাশ: ২০২২-১০-২৫ ১৫:১৪:৪৯ || আপডেট: ২০২২-১০-২৫ ১৫:১৫:০৯

Spread the love

সোশ্যাল মিডিয়া ডেস্কঃ কাজ করছে না হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের পরিষেবাগুলো আংশিক ব্যাঘাতের শিকার হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, এই অ্যাপ ব্যবহারকারীরা মেসেজিং প্ল্যাটফর্মে বার্তা পাঠাতে বা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন না। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এমনটা ঘটেছে বলে সেদেশের গণমাধ্যমগুলো দাবি করেছে।

আজ মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ কাজ বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। সার্ভার ডাউন থাকায় সারাদেশে এর ব্যবহারকারীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ-এর এই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে মেসেজিংয়ে সমস্যা হয়েছিল। পরে ব্যবহারকারীরা সাধারণ চ্যাট থেকেও বার্তা পাঠাতে পারছিলেন না।

এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলছে,আমরা জানি যে কিছু লোকের বার্তা পাঠাতে সমস্যা হচ্ছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার জন্য কাজ করছি।

সমস্যাটা কোথায় এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি মেটা কর্তৃপক্ষ।

এদিকে, হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার পরে, ব্যবহারকারীরা দ্রুত অন্যান্য মাধ্যমে নিজেদের বার্তা প্রেরণ ও কাজ সারার চেষ্টা করছেন।
আলাল/২৫১০২২

Logo-orginal