, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

মধ্যপ্রাচ্যে ক্লিনিং কোম্পানির ভিসা ও দুঃসহ যন্ত্রণা।

প্রকাশ: ২০২২-১১-০২ ১৩:৪৮:৫১ || আপডেট: ২০২২-১১-০২ ১৩:৪৯:১১

Spread the love

আবুল কাশেম, প্রবাসী কলামিস্টঃ মধ্যপ্রাচ্যের কোন দেশে ক্লিনিং কোম্পানির ভিসায় না আসার পরামর্শ।

সৌদি কুয়েত কাতার আমিরাত ওমান ও বাহরাইন এসব দেশের প্রবাসী শ্রম বাজারে বিপর্যয় দেখা দেয় ২০০০ সাল থেকে।

অতি মুনাফা লোভী কিছু কোম্পানির নিম্ন মানের টেন্ডার প্রতিযোগিতা, বাংলাদেশী দালালদের ভিসার ব্যবসার কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ে মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশীরা।

জমি-জমা বিক্রি করে বিদেশ এসেই দেখা মিলে হতাশাময় জীবনের।

মাস শেষে কাট ছাট করে পাওয়া বেতন যেন সোনার হরিণ, তা থকে নিজের খরচ, পরিবারের খরচ বাদ দিয়ে ঋনের কিস্তির কথা মনে পড়তেই ব্লাড প্রেশার বেড়ে যায়।

এমন দুঃসহ জীবনে অনেকে পরাজয় বরণ করেছেন, কেউ বা হার্ট অ্যাটাক করে বিদায় নিয়েছেন এই জগৎ থেকে।

বৈধ পথে বিদেশে এসে, অবৈধ হয়ে দেশে যেতে হয়।

তবে রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ মনিটারিং সেল থাকলে প্রবাসীরা হয়ত আরো ভাল থাকত।

করণীয়ঃ
*বিদেশ আসার আগে দক্ষতা অর্জন করুন।
*যে কোন হাতের কাজ শিখে প্রবাসে আসুন।
*সুদের টাকা নিয়ে বিদেশ আসবেননা, কারণ সুদে আল্লাহর লানত থাকে, প্রবাসে এসে সুদের টাকা শোধ করতে করতে জীবন শেষ হয়ে যাবে।
*প্রতি মাসে কিছু সঞ্চয় করুন।
*পরিবার আর স্বজনদের খুশি করার জন্য ব্যর্থ চেষ্টা করবেননা, অবশ্য সবার হক আদায় করবেন।

অথবা উত্তম হবেঃ
*যদি দেশে কোন কাজ শিখে, তা পেশা হিসেবে গ্রহণ করেন।
*১/২ বছর ব্যবসা শিখে, তাতে বিনিয়োগ করুন।
*মধ্যপ্রাচ্য নয়, পারলে ইউরোপ বা আমেরিকা মহাদেশে পাড়ি জমান।

Logo-orginal